‘করবো বীমা, গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনসহ আলফাডাঙ্গা উপজেলায় কর্মরত বীমা কোম্পানীদের আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে বিভিন্ন বীমা কোম্পানির অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের জোন প্রধান এস এম মুজাহিদুল ইসলাম সেলিম, জেনিথ ইসলামী লাইফ ইনসিওরেন্সের জেনারেল ম্যানেজার হারুনুর রশীদ, সেকেন্দার আলম, সানলাইফ ইনসিওরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রতিটি বিষয়ের বীমা করা উচিৎ। সকল সম্পদের বীমা করা থাকলে ওই সম্পদ নিরাপদে থাকবে। সে বিষয়গুলোকে সামনে রেখে বর্তমান সরকার ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছেন। এসময় উপস্থিত সকলকে নতুন প্রজন্মের কাছে বীমার সুফল তুলে ধরতে বক্তারা আহ্বান জানান।
ই.এক্স/ও.আর/বার্তা বাজার