মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আইটিএফসি’র নির্বাহী কর্মকর্তা (সিইও) হানি সালেম সনবল এমন আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আমাদের অর্থনীতিতে সমস্যা আছে, চাইলে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয়। তবে তা উত্তরণের চেষ্টা চলছে। সংকটগুলো দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আমাদের উন্নয়ন সহযোগী সংস্থাগুলো আমাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে।
ডলার প্রসঙ্গে তিনি বলেন, ডলারের রেট কমিয়ে আনার ব্যাপারে কাজ চলছে। বড় অর্থনীতির দেশ বাংলাদেশ। আর্থিক সমস্যা আছে, সেগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে কাজ করছে সরকার। আগে যেসব সমস্যা ছিল, সেগুলোর মধ্যে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে।
আইটিএফসি সিইও হানি সালেম সনবল বলেন, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানো হবে। নতুন নতুন খাতে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আরও সহযোগিতা করতে চায় আইটিএফসি। দুই পক্ষেও জন্য নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায় সংস্থাটি। আইটিএফসি সাহায্যের পরিমাণ আরও বাড়াতে চায়। এক্ষেত্রে বেসরকারি খাতকে যুক্ত করা হবে।
বার্তা বাজার/আইএফ