দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে। মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
তিনি বলেন, অধিকাংশ আবেদনকারী জনসংখ্যার অনুপাতে সীমানা পরিবর্তন চেয়েছেন। তবে এভাবে সীমানা নির্ধারণ করতে গেলে ঢাকাতে আরও দশটা আসন বাড়াতে হবে। তাই আমরা প্রশাসনিক সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় রেখে অল্প কয়েকটি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। কোনো ইউনিয়ন ভাগ হয়নি, তবে উপজেলা ভাগ হয়েছে।
ইসি মো. আলমগীর আরও বলেন, আমরা সীমানা পুনর্নির্ধারণের তালিকা গেজেট করার জন্য ইতিমধ্যে সচিবালয়ে পাঠিয়েছি। সচিবালয় থেকে বিজি প্রেসে পাঠানো হবে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বলা হয়, আপত্তি থাকলে ১৯ মার্চের মধ্যে উত্থাপন করতে হবে। এরপর ৩৮টি আসনের বিপরীতে মোট ১৮৬টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে। পরে আবেদনগুলোর শুনানি করে অল্প কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয় কমিশন।
বার্তা বাজার/জে আই