বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ সাত জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তারা এর বিরুদ্ধে জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠের আন্দোলনে আছে।

সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি দ্রব্যমুল্যের উর্ধ্বগতি এবং মিয়ানমার সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে ৬ দিন ব্যাপী কর্মসুচীর প্রথম দিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দুপুরে রাজধানীর পল্লবী এলাকায় লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, সদ্যকারামুক্ত আমিনুল হক। সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন তিনি। রাজধানীর গ্রীণ রোড ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টন, নাইটিংগেল এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে সরকারের ব্যর্থতা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াতে সবার প্রতি আহবান জানান তিনি।

বার্তা বাজার/জে আই