মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে মঙ্গলবার ১৩ ফেরুয়ারী সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাশ উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, ঘাটাইল থানা সেকেন্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিউর রহমান খান, ঘাটাইল ২নং সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মিলন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই