কক্সবাজারের টেকনাফে নাফনদী জিরো লাইন দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গাবোঝাই নৌকাকে প্রতিহত করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলার নাফনদীর বিভিন্ন পয়েন্টের জিরোলাইন থেকে রোহিঙ্গাবোঝাই বেশ কয়েকটি নৌকাকে প্রতিহত করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার লুৎলাহিল মাজিদ।

তিনি বলেন, রোববার নিয়মিত টহল চলাকালীন সময়ে নৌকাবোঝাই শতাধিক রোহিঙ্গার দলকে নাফনদীর জিরো লাইন থেকে প্রতিহত করা হয়। পরে নৌকাগুলো মিয়ানমারের ফিরে যেতে বাধ্য হয়। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আর কোনও রোহিঙ্গা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সীমান্তে ও নাফনদীতে কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে।

বার্তা বাজার/ জে আই