পাবনার সাঁথিয়ায় সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ফেব্রয়ারি) সকালে সাঁথিয়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি সাঁথিয়া ও বেড়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রায় এক যুগও মামলার তদন্তে ব্যর্থ হচ্ছেন। আমরা আশা করি, সাগর-রুনির বিচারসহ সব সাংবাদিক হত্যার বিচার হবে।
বক্তব্যদেন সাঁথিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, সাধারণ সম্পাদক আব্দুল হাই, বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, চ্যানেল এস টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এম.জে সুলভ সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বার্তা বাজার/জে আই