গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামে জয় (১৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সুলতানশাহী কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশ বাগানের পাশ্ববর্তী রাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) আহত জয় শেখের চাচা আনোয়ার হোসেন গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আহত জয় (১৮) এর পরিবারের সাথে হাসমত শেখের ছেলে অভিযুক্ত হেলাল শেখ (২৪), বিল্লাল শেখ (২২), আক্কাস শেখের ছেলে দুলাল শেখ (২০), হাচিব শেখ (১৮), ইকবাল শেখের ছেলে সাজিবুর শেখ (২০), আরাফাত শেখ (১৮) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরোধ চলছিল।

সেই বিরোধের জেরে গত ৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে আহত জয় শেখ (১৮) ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র) নিকটস্থ তালা বাজার প্রিমিয়ার এজেন্ট ব্যাংকে চাচা মামুন শেখের একাউন্টে জমা দিতে রওনা হয়। যাওয়ার পথে উপজেলার সুলতানশাহী কেকানিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাঁশ বাগানের পাশ্ববর্তী রাস্তায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে দিতে সেভেন গিয়ার ছুড়িসহ দেশিয় অস্ত্র-শস্ত্র দিয়ে জয় শেখের উপর এলোপাতাড়িভাবে হামলা চালায়।

আহত জয় শেখ নিজের জীবন বাঁচাতে চিৎকার করলে রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে যাওয়া ভ্যান চালক বোরহান মুন্সী, আজিজ শেখসহ পথচারীরা এগিয়ে আসলে প্রকাশ্যে অভিযুক্ত হেলাল গং হুমকি দিয়ে বলে যে, তোকে আজকের মতো ছেড়ে দিলাম। যদি প্রাণে বেঁচে ফিরিস আর এই বিষয়ে আইনী আশ্রয় নিস তাহলে তোকে খুন করে লাশ গুম করে দিবো।

অভিযুক্তরা আহত জয় শেখের পকেটে থাকা ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র) নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জয় শেখকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রাম্য ডাক্তার বুলবুল মজুমদারের কাছে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষনিকভাবে তার অস্ত্রপাচার করা হয়।

এ বিষয়ে মামলার বাদী ও আহত জয় শেখের চাচাম মামুন শেখ বলেন, ‘আমার ভাতিজা টাকা নিয়ে আমার ব্যাংক একাউন্টে জমা দিতে যাওয়ার পথে হেলাল, বিল্লাল, দুলাল শেখ, হাচিব শেখ, সাজিবুর শেখ, আরাফাত শেখ গ্যাংরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। আমি ওদের বিচার চাই।’

তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বার্তা বাজার/জে আই