জীবন বীমা করপোরেশনের (জেবিসি) সবচেয়ে আকর্ষণীয় ‘ব্যক্তিগত পেনশন বিমা পলিসি’ বন্ধ হয়ে আছে। এ পলিসি যেকোনো শ্রেণি-পেশার মানুষের জন্য চালু ছিল। গত ২৯ নভেম্বর থেকে এটাকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে জেবিসি।

জেবিসির মহাব্যবস্থাপক হান্নানুর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, ব্যক্তিগত পেনশন বিমা পলিসি অলাভজনক। এ কারণে অ্যাকচুয়ারিয়াল পরামর্শক পলিসিটির বিপণন বন্ধ করার সুপারিশ করেছেন। ফলে এর বিক্রি কার্যক্রম বন্ধ করা হলো।

এ সুপারিশ জেবিসির পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে বলে গত বছরের ২৮ নভেম্বর সংস্থার এক অফিস আদেশে সবাইকে জানানো হয়েছে।

তবে জেবিসি বছরের পর বছর ধরে প্রচার করেছে যে, ব্যক্তিগত পেনশন বিমা পলিসির অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে, গ্রাহকের অকালমৃত্যুতে পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা প্রদান, যা অন্য কোনো সঞ্চয় পলিসির মাধ্যমেই সম্ভব নয়।

জেবিসির পক্ষ থেকে বলা হয়, এজেন্ট ও গ্রাহকদের লাভ হলেও পেনশন বিমা পলিসির কারণে সরকারের লোকসান হচ্ছিল। এ ছাড়া সর্বজনীন পেনশন স্কিম চালুর পর থেকে সরকার চাইছিল ওদিকে মনোযোগ বাড়াতে। সব মিলিয়েই এটা বন্ধ করা হয়েছে। তবে বাতিল হওয়া পলিসিটি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে বলেও জানান জেবিসির এমডি।

বার্তা বাজার/জে আই