বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়া উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেলে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে উক্ত ক্রিকেট টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ আলী এমপি।
হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাজেদ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এম পি আয়েশা ফেরদাউস, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, জেলা পরিষদ সদস্য মহি উদ্দিন মুহিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রায় ৫সহশ্রাধিক দর্শক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ মোহাম্মদ আলী বলেন, তরুন সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে খেলধূলার বিকল্প নাই। ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানায়। আমরা হাতিয়াতে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি যে কোন সামাজিক অনুষ্ঠানে আন্তরিক ভাবে সহযোগিতা করবো।
উদ্বোধনী খেলা হাতিয়া পৌরসভা ক্রিকেট একাদশ বনাম ইয়াছিন আরাফাত স্পোর্টস একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। এই টুর্ণামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলা ও অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ছাত্র-যুব সমাজ এবং সাধারণ ক্রীড়ামোদিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। খেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। এসময় হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে এক উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়।
বার্তা বাজার/ জে আই