প্রচন্ড শীতে যখন কাঁপছে গোটা দেশ, হিমশীতল হাওয়ায় যখন যবুথবু শিশুসহ নিম্ন আয়ের দরিদ্র মানুষ। একটু উষ্ণতার পরশ নিতে ছিন্নমূল মানুষ যখন সরকারসহ সমাজের প্রতিষ্ঠিত মানুষের দিকে তীর্থ কাকের মতো চেয়ে রয়েছে। ঠিক এমন সময় সরকারের পক্ষ থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা মৎস্য দপ্তরের মাধ্যমে উপজেলার জেলে পল্লীর শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দিচ্ছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম লুৎফর রহমান।

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া ও পাঁচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া জেলে পল্লীতে কম্বল বিতরণ করেন তিনি।

কম্বল হাতে পেয়ে অনুভুতি প্রকাশ করে চরনারানদিয়া জেলে পল্লীর বাসিন্দা গোপাল রাজবংশী বলেন, ‘মধুমতি নদীতে মাছ ধরে কোনরকম জীবিকানির্বাহ করি। এই শীতে অনেক কষ্ট হয়। উপজেলা মৎস্য অফিস থেকে আমাদের জেলে পল্লীতে কম্বল দেওয়া হয়েছে। এখন কিছুটা হলেও শীত নিবারণ করতে পারবো।’

টিকরপাড়া জেলে পল্লীর অপর বাসিন্দা মহাদেব মালো জানান, ‘তাদের জেলে পল্লীতে প্রায় অর্ধশত পরিবার রয়েছে। তারা সবাই মাছ ধরে জীবিকানির্বাহ করে। রাতের ঠান্ডা হাওয়া থেকে বাচঁতে গায়ে পড়ার মত তেমন কোন গরম কম্বল বা মোটা কাঁথা নেই। তাই উপজেলা মৎস্য অফিস থেকে এসে তাদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিয়েছে।’

আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম লুৎফর রহমান বলেন, ‘সমাজে নানা শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন মাধ্যমে শীতবস্ত্র পেয়ে থাকলেও জেলেদের কথা কেউ বিশেষভাবে চিন্তা করে না। সেকারণেই উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে জেলেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

বার্তাবাজার/এম আই