ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আলী আহম্মেদ খান ওরফে সাবু নামে এক বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ওই ভুক্তভোগীর ছেলে মো. তাজ মাহমুদুল হক খান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরআগে শুক্রবার রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের সাথ প্রতিবেশী রাসেল শেখের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এ বিরোধ তীব্র আকার ধারণ করে। এরই জের ধরে শুক্রবার রাতে রাসেল শেখের নেতৃত্বে ১৫-১৬ জন লোক বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খানের বসতবাড়িতে হামলা চালায়। তবে ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না। পরে হামলাকারীরা একতলা ভবনের জানালা-দরজা কুপিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে হামলাকারীরা বসতঘরটি পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে জানালা দিয়ে ঘরের মধ্যে পেট্রোল ঢেলে দেয়। তাছাড়াও ঘরের প্রত্যেক দরজায় পেট্রোল ঢেলে দেয়। পরে তাদের শোর চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে অভিযুক্তরা এলোমেলো এদিক ওদিক চলে যায়।

জানতে চাইলে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খান মুঠোফোনে বলেন, ‘চিকিৎসা নেওয়ার জন্য বর্তমানে আমি ঢাকাতে অবস্থান করছি। প্রতিপক্ষের লোকজন আমাদের জমি দিয়ে রাস্তা নেওয়ার জন্য মাটি ফেলেছে। নিষেধ করায় গত কয়েকদিন আগে আমার ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আমার ভাই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা আমাকেও মারার হুমকি দিয়েছে। আমাকে না পেয়ে আমার বাড়িঘর ভাঙচুর ও পেট্রোল দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।’

অভিযুক্ত পক্ষের মামুন শেখ ওরফে ক্লে জানান, ‘তারা আমার ভাই দাউদ শেখের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। পরে তারা আমাদের ফাঁসানোর জন্য নিজেদের ঘর নিজেরা ভাঙচুর করে আমাদের দোষ দিচ্ছে।’

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটস্থালে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বার্তাবাজার/এম আই