মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধবার সকালে ‘৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি শ্যামান্দ কুন্ডু), শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কৃষি অফিসার কৃষিবিদ সালাম জাহান নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ পল্টু প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল তার বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি ও দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সাথে আমরাও এগিয়ে নিয়ে যাবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

প্রতিটি শিক্ষার্থীদের নতুন প্রজন্মের প্রতি পড়ালেখার পাশাপাশি বিজ্ঞানের ওপর আরো বেশি চর্চা ও গবেষণার আহবান জানান।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার ২০টি স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেলায় স্টল দিয়েছে।

বার্তা বাজার/জে আই