কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার কালিকাপুর বাসস্ট্যান্ডে চলন্ত ট্রাকের চাকায় পিস্ট হয়ে আবু কালাম (৪৫) নামে এক বাউল শিল্পীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (২২ জানুয়ারী) বিকাল ৪ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস্টান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত আবু কালাম বাউল শিল্পী প্রতিদিনের মত বাসস্ট্যান্ডে ঘুরাফেরা করতে দেখা যায়, হঠাৎ কিছু একটা শব্দ শুনে এলাকার স্থানীয় লোকজন ছুটে এসে মহাসড়কে বাউল শিল্পী কালামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় ভাই আব্বাস জানান, নিহত আবু কালামের মানসিক সমস্যা ছিলো, কিছু দিন ভালো থাকলে আবার কিছু দিন পর মানসিক সমস্যা দেখা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান কালিকাপুর আব্বাসের ছোট ভাই নিহত আবল কালামের দুই পরিবার ছিলো, পারিবারিক কলহ থাকায় নিজেই সে চলন্ত ট্রাকে সামনে ঝাপ দিলে তার মৃত্যু হয়।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ীর ইনচার্জ মঞ্জুরুল আফসার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে। দূর্ঘটনায় কবলিত গাড়িটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বার্তা বাজার/জে আই