চলতি শৈত্য প্রবাহে অতিষ্ট ছিন্নমূল সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে উষ্ণতা দিতে শীত বস্ত্র বিতরণ করলেন হেভেন গ্রুপের চেয়ারম্যান আব্দুল করিম।
গতকাল শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিজ হাতে টেকনাফ পৌরসভা, সদর ইউনিয়ন ও সাবরাং ইউনিয়নের বেশক’টি এতিম খানা, ফুটপাতে বসবাসরত ও মানুষিক ভারসাম্যহীন মানুষের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
তিনি জানান, চলতি শীত মৌসুমে ঠান্ডায় জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। এরইমাঝে পথের ধারে খোলা আকাশের নিচে বসবাসর সাধারণ মানুষগুলোর অবস্থা আরো বিপর্যস্ত। সেইসব মানুষের কথা চিন্তা করে সাধ্যমতো তাদের উষ্ণতার ছোঁয়া দেয়ার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, ঠান্ডা থেকে বিভিন্ন ধরণের রোগব্যাধী হয় এং ঠান্ডা জনিত কারনে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই নিজ নিজ অবস্থান থেকে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসা উচিত।
এর আগেও হেভেন গ্রুপের চেয়ারম্যান নিজ উপজেলার বিভিন্ন দূর্যোগ ও আপদকালীন সময়ে অসহায় মানুষের সেবায় এগিয়ে এসেছেন।
বার্তাবাজার/এম আই