ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তোরণ নির্মানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হানিফ মিয়া(৪৫)নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫ টার দিকে পৌর শহরের আখাউড়া-আগরতলা সড়কের থানা মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় ডেকোরেটর মালিক সেলিম মিয়া(৪২) আহত হয়েছে।

নিহত হানিফ মিয়া পৌর শহরের কলেজ পাড়ার মৃত আতর আলীর পুত্র। আহত ডেকোরেটর মালিক সেলিম মিয়া পৌরশহরের রাধানগর এলাকায় ভাড়াটিয়া।

আহত সেলিম মিয়া বলেন, আইনমন্ত্রীর সংবর্ধনা উপলক্ষে অর্ডার পেয়ে গেইট নির্মান করছিলাম। তখন হানিফ মিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ইলিয়াস মিয়া বলেন হানিফ মিয়া আমার পূর্ব পরিচিত। আমি ঘটনাস্থে দাড়িয়ে ছিলাম হঠাৎ দেখি হানিফ মিয়া গেইটের উপড়ে কাজ করছিল। হঠাৎ দেখি হানিফের হাত দিয়ে ধোঁয়া উড়ছে। সেলিম মিয়া বাঁশ ধরে রেখেছিল সে কাপতেছিল তখন আমি আরেকটা বাঁশ দিয়ে সেলিমকে সজোরে বারি দিয়ে বিচ্ছিন্ন করি। আমিও শট পাই। হানিফ মিয়া উপর থেকে পড়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইকরাম চৌধুরী বলেন ৫ টা ১০ মিনিটে হানিফ মিয়াসহ দুজন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসলে। আমরা রোগীর ইসিজি করে কোন রেসপন্স পাইনি। ব্লাড প্রেসার পাইনি। হাসপাতালের আনার আগেই হানিফ মিয়ার মৃত্যু হয়েছে। সেলিম মিয়া শঙ্কা মুক্ত আছে।

আখাউড়া থানার ওসি(তদন্ত) মোঃ সফিকুল ইসলাম বলেন কার গেইট নির্মান করছিল বিষয়টি খতিয়ে দেখছি।

বার্তা বাজার/জে আই