কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এসময় তিনি সেন্টমার্টিন দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

বুধবার (১৮ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিজিবি মহাপরিচালক টেকনাফ সীমান্ত এলাকা ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শন করেন বলে জানানো হয়।

পরিদর্শনকালে সীমান্তে অবস্থিত বিওপি গুলোর প্রতিরক্ষামূলক ব্যবস্থার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। এছাড়াও সীমান্তে সকল প্রকার অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি আভিযানিক কার্যক্রমে আরো গতিশীল করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন দ্বীপের ২শ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই