রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকার একটি ম্যানহোল থেকে অজ্ঞাত (২৫) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। ঝিলমিল আবাসন প্রকল্পের পানির ওয়াশার লাইনের নিয়োজিত শ্রমিকরা লাশ দেখে পুলিশকে সংবাদ দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করা হয় বলে জানা যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝিলমিল আবাসন প্রকল্পের ৬নং সেক্টের একটি ম্যানহোল থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ম্যানহোলের ঢাকনা খুলে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ময়নাতদন্তের জন্যে মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
বার্তাবাজার/এম আই