মাগুরায় ২টি আসনে নৌকা প্রার্থী সাকিব আল হাসান ও শ্রী বিরেন শিকদার বিবিজয়ী ঘোষণার পর সাংবাদিকদের সাথে কথা না বলেই চলে গেলেন।

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৫ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বীরেন শিকদার নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মুরাদ আলী লাঙ্গল প্রতীকে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।

বিজয়ী ঘোষণার পর ডিসি অফিস থেকে বের হবার সময় সাংবাদিকরা তার কাছে অনুভূতি জানতে চান এ সময় কথা বলতে গিয়েও এক পর্যায়ে না দেই, বলবো না বলেই কোনো কথা না বলেই চলে যান তিনি। পরে তার বাড়িতে গভীর রাত অপেক্ষার পর জানানো হয় যে ঢাকায় চলে গেছেন সাকিব। তার নির্বাচনী অফিসও বন্ধ করে দেয়া হয়। এ সময় অপেক্ষায় থাকা সাংবাদিকসহ অনেক শুভাকাঙ্ক্ষীরা হতাশ হয়েই ফিরে যান।

বার্তাবাজার/এম আই