আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ।

পিরোজপুর-১ (সদর-ইন্দুরকানী-নাজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শ. ম. রেজাউল করিম ৮৫ হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম.এ. আউয়াল ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া- কাউখালী-স্বরূপকাঠী) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে ৯৯ হাজার ৭২৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৩৩৩ ভোট।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতিক নিয়ে মোঃ শামিম শাহ নেওয়াজ ৬২ হাজার ১৩০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মোঃ রুস্তম আলী ফরাজী ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

বার্তাবাজার/এম আই