দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রাজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ বছর বয়সী এক শিশুর ভোট দেওয়ার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই শিশুর বাবা কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক ছাত্রলীগ নেতা রাশেদুর রহমান রাশেদ। তিনি নিজের ফেসবুকে আইডিতে ছেলের ভোট দেওয়ার ছবি পোস্ট করেন।

ফেসবুকে পাওয়া ছবিতে দেখা য়ায়, রাশেদুর রহমান রাশেদের ছেলে রাফিদ স্থানীয় সোনামনি আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। রাফিদ রাজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটকক্ষে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারছেন। পরে তা ব্যালট বাক্সেও ফেলেন ওই স্কুলছাত্র।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদুর রহমান রাশেদ বলেন, ভোট দিতে ছেলেকে নিয়ে গেছি, বলেছি ভোটটা দিয়ে দাও। ফেসবুকে দিলে যেহেতু সমস্যা, ডিলিট করে দিচ্ছি।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জোতিকৃষ্ণ রায় জানান, এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ঊর্ধ্বতন কর্মকর্তার নিষেধ আছে।

নীলফামারী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর হবে।

বার্তাবাজার/এম আই