ভোটগ্রহণের শেষ হওয়ার একঘণ্টা পূর্বে নির্বাচন বর্জন করেছেন কক্সবাজার-১ আসনের সতন্ত্র প্রার্থী জাফর আলম।

রোববার (৭ জানুয়ারি) বেলা ৩ টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

সারা দিন ধরে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও শেষ মুহুর্তে জাফর আলমের ভোট বর্জনের ঘোষণা নানা সমালোচনা তৈরি করেছে। স্থানীয় ভোটাররা বলছেন, নিশ্চিত পরাজয় জেনে হয়তো তিনি নির্বাচন বর্জন করতে পারেন। কারণ সারাদিন ব্যাপী সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার-১ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন, জাতীয় পার্টির হোসনে আরা, বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জাফর আলম, তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও কামরুদ্দিন আরমান।

চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ২৫২ জন। চকরিয়া উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ২৫২ জন এবং পেকুয়া উপজেলায় ১ লাখ ৩৩ হাজার ভোটার রয়েছে। ইতোমধ্যে এই ২ উপজেলায় ১৫৮ টি কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ হয়েছে।

বার্তাবাজার/এম আই