রাত পোহালেই শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন উপলক্ষে স্রা সারাদেশের ন্যায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কেন্দ্রগুলোতে পৌঁছানো হচ্ছে শুরু নির্বাচনী সরঞ্জাম।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলা সহকারি রিটানিং অফিসার উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারি রিটানিং অফিসার সুরাইয়া আক্তার লাকী জানান, এবার হাতিয়া উপজেলার ৯৬ ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে।

এদিকে হাতিয়ায় নির্বাচনের যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌবাহিনী, কোষ্ট্গার্ড, পুলিশও আনসার বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/জে আই