লোহিত সাগরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার সকালে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে জাহাজটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

জাহাজটি লোহিত সাগরের মধ্য দিয়ে সুয়েজ খালের দিকে যাচ্ছিল। হুথিরা দাবি করেছে, তারা ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা চালিয়েছেন। তবে জাহাজটির মালিকানাধীন ডেনমার্কের একটি কোম্পানি বলেছে, জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন নয়।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা লোহিত সাগরে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তারা দাবি করেছে, তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালিয়ে যাচ্ছেন।

হুথিদের এই হামলার ফলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং লেনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এই পথে বৈশ্বিক বাণিজ্যের অন্তত ১২ শতাংশ হয়ে থাকে।

মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের এই হামলার নিন্দা করেছে। তারা বলেছে, হুথিরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

হুথিদের হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া মিলে একটি বহুজাতিক নৌ টাস্ক ফোর্স গঠন করেছে। এই টাস্ক ফোর্স লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছে।

বার্তা বাজার/জে আই