দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে নৌকার প্রচারনায় মিছিল ও লিপলেট বিতরণ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজিবীলীগ।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকা-৩ এর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপুর সমর্থনে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণার পাশাপাপাশি লিপলেট বিতরণ করা হয়।
এসময় শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী মৎস্যজিবীলীগের সভাপতি ছাবেদ হোসেনের উদ্যোগে প্রচারণায় অংশ নেয় ঢাকা জেলা আওয়ামী আওয়ামী মৎস্যজিবীলীগের সভাপতি হাজী আফজাল হোসেন ডিপটি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজিবীলীগের সভাপতি শাজাহান মৃধা, ও সাধারণ সম্পাদক আবদুস ছালামসহ অনেকে।
বার্তাবাজার/এম আই