কক্সবাজারের টেকনাফে নির্বাচনী প্রচারনায় হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর লিফলেট ও পোস্টার কেড়ে নিয়ে ৭ তারিখের মধ্যে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ জেলা পরিষদ সদস্য জাফর আহমদের বিরুদ্ধে।

এসময় সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ ও সদর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি ফারুককে শাররীক ভাবে লাঞ্চিত করা হয়।

আজ শনিবার দুপুরে সদর ইউনিয়নের হাবিরছড়া নির্বাচনী প্রচারনা কালে এই ঘটনা ঘটে।

ঘটনার শিকার সোলতান মাহমুদ ‘বার্তা বাজার’কে জানান, দুপুরে ঈগল মার্কার কর্মীদের নিয়ে হাবিরছড়া বাজারে লিফলেট বিতরণ করছিলেন তারা। এসময় জাফর আহমদ তার সহযোগীরা লিফলেট কেড়ে নিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুককে চড় থাপ্পর মারে। প্রতিবাদ করতে গেলে ৭ তারিখের আগে সোলতান মাহমুদকে এলাকা না ছাড়লে গুমকরে ফেলার হুমকি দেয়।

স্বতন্ত্রপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর জানান, বিষয়টি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিক ভাবে অবগত করা হয়েছে।

অভিযুক্ত জাফর আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ উসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিলো। নির্বাচনে বিশৃঙ্খলা করার কোন সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনী ব্যবস্থা নেবে।

বার্তা বাজার/জে আই