ঢাকার কেরানীগঞ্জে ওয়াহিদ সাদিক (৫২) নামে এক ব্যবসায়ীর ফলসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা।
গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে উপজেলা তারানগর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক ওয়াহিদ সাদিক সরকার বলেন, আর.এস ৫৩ নং খতিয়ানের ২৩৫ নং দাগে সাড়ে ২১ শতাংশ জমিতে ১০ বছর আগে বাউন্ডারি দিয়ে বাগানে বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করা আসছিলাম। কিন্তু গত ২২ ডিসেম্বর সকালে গিয়ে দেখতে পাই বাগানের সব গাছ রাতের আধারে কেটে ফেলে গেছে দুর্বৃত্তরা। এতে আমার প্রায় ১ লাখ বিশ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যার নাম্বার – ১৬৮৭।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এম আই