কুমিল্লায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে আজ শনিবার লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা, আদর্শ সদর ও মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। এ সময় দুজনকে আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
শনিবার সকালে নগরীর রানীর বাজার, ফৌজদারি মোড়স ও দেবীদ্বার উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা। শহরে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্যসচিব শফিউল আলম রায়হান, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমানসহ অন্যরা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস বলেন, ‘আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন। সেখান থেকে পুলিশ অন্যায়ভাবে কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও শ্রমিক নেতা হেলাল উদ্দিনকে আটক করে।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়।
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী