আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নিবার্চনী প্রচারণা ও পথ সভা করছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শনিবার সকালে তিনি উপজেলার রামরাইল ইউনিয়নের গাংঙ্গিহাতা,মোহাম্মদপুর, উলচাপাড়া ও ব্রীজেশ্বর গ্রামে নিবার্চনী প্রচারণা ও পথ সভা করেন। এসময় মোকতাদির চৌধুরী-আমাকে আপনার তিন বার ভোট দিয়ে নির্বাচিত করছেন। শেখ হাসিনা সরকার আমার মাধ্যমে আপনাদের কি উন্নয় করেছেন তা আপনার চোখে সামনে দেখছেন। তাই বলব জানুয়ারি ৭ তারিখে দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করবেন বলেন তিনি আহ্বান জানান।
নিবার্চনী প্রচারণাকালে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুবুল আলম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহদাৎ হোসেন শোভন সহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই