ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলন।

বুধবার রাতে সংসদীয় আসনের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত তার এক নির্বাচনী পথসভা অনুষ্ঠানে হয়।

পথসভায় যোগ দিয়ে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ঈগল প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান মিজানুর রহমান, টগরবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হাচান শিপন ও টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তবিবুর রহমান টুলু প্রমুখ।

পথসভায় বক্তারা প্রত্যেকে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা দেন। সেইসাথে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার প্রত্যয় রাখেন।

এসময় আরিফুর রহমান দোলন তাঁর প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসায় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমর্থনের ধারাবাহিকতা রেখে ভোটের দিন ঈগল মার্কাকে মূল্যায়ণ করার আহ্বান জানান ফরিদপুর-১ আসনের হেভিওয়েট এ প্রার্থী।

এদিন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন পরিষদ সংলগ্ন নতুন বাজারে গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য দেন। সেখান থেকে স্বতন্ত্র এ প্রার্থী উপজেলার পাড়াগ্রাম ইউসুফের বাগ মোড়ে আরেকটি পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সন্ধ্যার পর অংশ নেন হেলেঞ্চা বাজারের পথসভায়।

আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে আরিফুর রহমান দোলন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য। প্রপিতামহ কাঞ্চন মুন্সীর নামে ফাউন্ডেশন গড়ে গত দুই দশক ধরে তিনি তিন উপজেলার মানুষের জন্য নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছেন।

বার্তা বাজার/জে আই