নারী ও কিশোরীদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী চলছে ১৬ দিনের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধক কর্মসূচী। লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচী হল একটি বার্ষিক আন্তর্জাতিক প্রচারাভিযান যা ২৫ নভেম্বর শুরু হয়ে নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসে শুরু হয়।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ উপলক্ষে বুধবার (২০ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসএইড এর অর্থায়নে ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইআরসি এর কারিগরি সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা কর্তৃক বাস্তবায়িত প্রকল্প “ইন্টিগ্রেটেড প্রোটেকশন এন্ড রিজিলিয়েন্স ফর হোস্ট কমিউনিটি ইন থ্রী হাব্ ডিস্ট্রিক্ট (রামু, চকরিয়া এন্ড উখিয়া) অফ কক্সবাজার ডিস্ট্রিক” নামক প্রকল্পের আওতায় উখিয়ার রাজাপালং মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
আইআরসি সিনিয়র ম্যানেজার শেখ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবী, উখিয়া থানার (ওসি তদন্ত) নাসির উদ্দীন মজুমদার, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্ম আনোয়ার, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল মামুন।
ইপসার প্রজেক্ট অফিসার অপর্ণা বডুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খুরশিদা বেগম ও উপকারভোগীর পক্ষে বক্তব্য রাখেন আরিফা হোসনা। স্বাগত বক্তব্য রাখেন ইপসা’র বিএইচ এ প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শমসের উদ্দিন মোস্তফা। সার্বিক তত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন ইপসার প্রজেক্ট অফিসার ফারজানা আলম।
বার্তাবাজার/এম আই