টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের নৌকা প্রতিক ডাঃ কামরুল হাসন খানের সমর্থিত লোকজন ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানার সংগ্রামপুর ইউনিয়নে ফকির চালা, দেওজানা নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৩০মিনিটে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য বর্তমান স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাজাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাইফুর রহমান মিঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী আতিকুর রহমার কায়সার, মোতালেব হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক খলিলুর রহমান তালুকদার,পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নয়ন উদ্দিন নয়ন, পৌর কাউন্সিলর শেখ মোঃ কবির আহমেদ জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান ঠান্ডুসহ ইলেকট্রোনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার(১৮নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে দেওয়াজানা ফকির চালা ঈগল প্রতিক সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার নির্বাচনী অফিসে অতর্কিত হামলা চালিয়ে সাতজনকে আহত করে। গত (১৯ নভেম্বর) এ বিষয়ে একটি লিখিত দরখাস্ত জেলা রিটার্নিং অফিসারও জেলা প্রশাসক বরাবর দায়ের করেছে।

বার্তাবাজার/এম আই