বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর বগুড়ার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, বগুড়া জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, জেলা আওয়ামীলীগ, বিএনপি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে সকাল ৮টায় বগুড়া শহীদ চান্দু ক্রিকেট ষ্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, শিশু কিশোরদের সমাবেশ, কুচকাওযাজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শিশু চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। বেলা ১২ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংর্ধনা প্রদান করা হয়।
সন্ধ্যায় শহীদ খোকন পার্কে ‘জাতির পিতার স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারন ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য” “শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।
বার্তাবাজার/এম আই