ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, নির্বাচনে যাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন (নিবন্ধন) লাগে, সেটা এখন জামায়াতের নেই। আদালতও তাই রায় দিয়েছেন। জামায়াতের সংবিধানের সঙ্গে বাংলাদেশের সংবিধানের এখনো অনেক কিছু সংঘর্ষ রয়েছে। এসব কথাকে অনেকেই বলবেন রাজনৈতিক বিষয়। সেটি বলতেই পারেন। তবে জামায়াতকে নির্বাচনে যেতে হলে নিবন্ধন নিয়েই যেতে হবে।

সম্প্রতি যুগান্তরের বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাবির এ অধ্যাপক।

এবারের নির্বাচনকে অংশগ্রহণমূলক বলবেন কিনা?

ঢাবি অধ্যাপক বলেন, বিশ্বের কোনো সংবিধানে লেখা নেই, অংশগ্রহণমূলক হওয়ার জন্য এতগুলো দল অংশগ্রহণ করতে হবে। সংবিধানে লেখা নেই যে, বড় বড় দলগুলোকে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। থাকতে পারে অধিকাংশ দলগুলোকে অংশগ্রহণ করতে হবে।

তিনি আরও যোগ করেন, তবে এ দল অংশ নিলে অংশগ্রহণমূলক হবে, আর অংশ না নিলে অংশগ্রহণমূলক হবে না— এটি কোথাও লেখা থাকে না। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসেনি তাতে কি নির্বাচন হয়নি। নির্বাচন হয়েছে; রাষ্ট্রও চলেছে। বিদেশিরাও সংযত থেকেছে। এবার দেখার বিষয় নির্বাচনে কেমন ভোটার উপস্থিত হচ্ছে।

বার্তাবাজার/এম আই