কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন ১১নং চিওড়া ইউনিয়নের ডিমাতলী সাহেবনগরে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৯টা ১০ মিনিটে চৌদ্দগ্রাম থানার ১১নং চিওড়া ইউনিয়নের ডিমাতলী সাহেবনগরে মোঃ আলম এর বাড়িতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ আলম (২৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ আলম উপজেলার ১১নং চিওড়া ইউনিয়নের ০২নং ওয়ার্ড ডিমাতলী সাহেবনগর গ্রামের মৃত লালু মিয়ার ছেলে। আসামি মোঃ আলম এর বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ আলমের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এম আই