মাগুরার শ্রীপুরে ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শ্রীপুর বাহিনীর অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক আকবর হোসেন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক আকবর হোসেন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।
শ্যামাপ্রসাদ মজুমদারের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, সহকারী এ্যাটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবু, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিয়া, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মোঃ তারিকুল ইসলাম হিটলারসহ অন্যরা।
আলোচনা সভা শেষে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাদের সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিল।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই