ফরিদপুরের আলফাডাঙ্গায় শীতের আগমনী বার্তার শুরুতে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে লেপ বিতরণ করেছে ফ্রেন্ডস ফিলিংস ক্লাব নামে একটি সামাজিক সংগঠন।
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বানা বাজারে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
এসব বিতরণকালে উপস্থিত, সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান শেখ, সদস্য হাদী সোহেল, মো. তাজিবুল ইসলাম, আশিক শেখ, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম টুটুল ও বিপুল কুমার বিশ্বাস প্রমুখ।
লেপ পেয়ে মো. মুরাদ শেখ নামে এক ভ্যান চালাক বলেন, ‘গতবারও এরা লেপ দিয়েছিল। কিন্তু আমি আসতে না পারায় লেপ নিতে পারিনি। এবার এসে লেপ পেলাম। এতে খুব ভালো লাগছে।’
মনোয়ারা বেগম নামে ষাটোর্ধ এক নারী বলেন, ‘শীতে সবাইকে দেখি কম্বল দিতে। এরা কম্বল না দিয়ে লেপ দিয়েছে। অনেক ঠাণ্ডায় রাতে কম্বল দিয়ে তেমন শীত যায় না। এখন লেপ পেলাম এটা দিয়ে ভালো যাবে।’
ফ্রেন্ডস ফিলিংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান শেখ বার্তা বাজার’কে বলেন, ‘আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় লেপ প্রস্তুত করার পর তা হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রতিবছরই শীতের শুরুতে আমরা লেপ বিতরণ করি।’
প্রসঙ্গত, ২০০৬ সালে ফ্রেন্ডস ফিলিংস ক্লাব যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছে। সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন আশরাফ হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. হাসান শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।
বার্তা বাজার/জে আই