আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে নৌকার প্রার্থীসহ ১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবুল কালাম আজাদ। অন্যান্য প্রার্থীরা হলেন, কাজী নজরুল ইসলাম (স্বতন্ত্র), মো: সাজ্জাদুল হোসাইন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো: রফিকুল ইসলাম সরকার (স্বতন্ত্র), মো: আমিনুল ইসলাম ( বাংলাদেশ কংগ্রেস), মো: রুহুল আমিন (স্বতন্ত্র), মো: বাছির মিয়া (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট)।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান সামাদ মাঝি, জেলা পরিষদ সদস্য মনিরুল আলম দিপু ও মমতাজ বেগম, ধামঘর ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, জাহাপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ শওকত আহমেদ প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের পক্ষে মাসুকুল ইসলাম মাসুক জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও উক্ত কর্মকর্তার কার্যালয়ে আরো ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা-৩ মুরাদনগর আসনে দলীয় ও স্বতন্ত্র পদে মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বার্তাবাজার/এম আই