আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৩, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) নির্বাচনী এলাকা হতে মনোনয়ন পত্র ৫ জন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪জন প্রার্থী। দিন যত গড়াচ্ছে ততই মুখর হচ্ছে নির্বাচনী আমেজ। অলিতে গলিতে চলছে নির্বাচনী আলোচনা।

এই আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্নার পরিবর্তে আওয়ামী লীগের মনোননয়ন পেয়েছেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী।

তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হলেও দলীয় আপত্তি না থাকায় এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মনোনয়ন পত্র উত্তোলন করলেও বর্তমান সংসদ সদস্য হাবিবে মিল্লাত দাখিল করেননি।

এছাড়া জাতীয় পার্টি থেকে আমিনুল ইসলাম ঝন্টু, তৃণমূল বিএনপির সোহেল রানা ও জাকের পার্টির আব্দুর রুবেল সরকার মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সিরাজগঞ্জ-১ আসনে ৭ জন, সিরাজগঞ্জ-২ আসনে ৪ জন, সিরাজগঞ্জ-৩ আসনে ১১ জন, সিরাজগঞ্জ-৪ আসনে ৪ জন, সিরাজগঞ্জ-৫ আসনে ৭ জন ও সিরাজগঞ্জ-৬ আসনে ৯ জন মনোনয়ন দাখিল করেছে।

বার্তাবাজার/এম আই