ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল হকের নিকট এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুর রহমানের সহধর্মিণী ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আর প্রচার শেষ করতে হবে ভোটের ৪৮ ঘণ্টা আগে। আর আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।
বার্তাবাজার/এম আই