দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩শ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনেও নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। রোববার (নভেম্বর ২৬) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।
সিরাজগঞ্জ জেলার মনোনয়ন প্রাপ্তদের মধ্যে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বর্তমান এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম।
আগামী ৩০ নভেম্বর মনেনয়নপত্র জমা দেয়ার তারিখ নির্ধারণ ও আগামী বছর ৭ জানুয়ারী দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন নির্বাচন কমিশন।
বার্তাবাজার/এম আই