দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খান আহমেদ শুভ। তিনি বর্তমান সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
প্রতিক্রিয়া জানতে চাইলে খান আহমেদ শুভ বলেন, তাঁর এই মনোনয়নপ্রাপ্তি মির্জাপুরের আপামর জনগণের আশার প্রতিফলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতারা তাঁকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা পালন করতে তিনি পূর্বের মতো মির্জাপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং পুনরায় এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে মনোনয়ন ঘোষণা করাকে কেন্দ্র করে তাঁর কর্মী-সমর্থকেরা আনন্দ মিছিল ও উল্লাসে মেতে উঠেছে।
উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোজাহিদুল ইসলাম মনির বলেন, ঘোষণার পর আমরা একটি আনন্দ মিছিল করেছি।
প্রসঙ্গত, গত বছরের ১৬ জানুয়ারি এ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন খান আহমেদ শুভ।
বার্তাবাজার/এম আই