ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে দায়ের করা পাঁচটি মামলার পরোয়ানাভুক্ত আসামি দেলোয়ার ওরফে ইকবাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পৌরসভার বুড়াইচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শুকুর শেখের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানার পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। দীর্ঘদিন যাবৎ হত্যা, ডাকাতি, বিস্ফোরক দ্রব্যসহ নানা অপকর্মে জড়িত থেকেও তিনি দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানার এএসআই শাহাজুল আলম ও মো. রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন জানান, ‘তার বিরুদ্ধে পাঁচটি মামলার ওয়ারেন্ট ছিলো। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

বার্তাবাজার/এম আই