ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. হুমায়ুন খান হিমু (৫০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) ভোর ৫টায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মো. হুমায়ুন খান উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রামের রুহুল আমীন খানের ছেলে। তিনি বানা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন খান ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার বেলা ৩টা ৫০ মিনিটে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তারপর থেকে সে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বার্তা বাজার’কে বলেন, ‘রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে গতকালই (শনিবার) ফরিদপুর রেফার্ড করা হয়েছিল। রোগীর স্বজনরা তাকে ফরিদপুর না নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টায় তিনি মারা যান।’

বার্তা বাজার/জে আই