ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর বাওড়ে অভিযান চালিয়ে ছয় লাখ টাকার অধিক মূল্যের দেড় শতাধিক চায়না দুয়ারি এবং অবৈধ কারেন্ট জাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার গোপালপুর মধুমতি নদীর বাওড়ে এ অভিযান পরিচালনা করেন ইউএনও রফিকুল হক। এসময় আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফার রহমানসহ থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহায়তা করেন।
আদালত সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদীর বাওড় থেকে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে ফাঁদ পেতে দেশীয় মাছ শিকার করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তরের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। এরপর ৬ লাখ টাকার অধিক মূল্যের দেড় শতাধিক চায়না দুয়ারি এবং অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। পরে ঘটনাস্থলেই জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও রফিকুল হক জানান।
বার্তা বাজার/জে আই