হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ২৮ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনব্যাপী উপজেলার পাড়াগ্রাম ইউসুফবাগ জামিয়া রশীদিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৩০টি মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে পাঁচটি গ্রুপে ৬০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিটি গ্রুপ থেকে সাতজন করে মোট ৩৫ জন শিক্ষার্থী আগামী ২৩ নভেম্বর ফরিদপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উপজেলা শাখার সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহমেদ।

সংগঠনটির উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি কুতুবউদ্দিন ফরিদীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়াছিন মাস্টার, ইউসুফবাগ জামিয়া রশীদিয়া মাদ্রাসার মুহতামিম শরফুদ্দীন আহমেদ, সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুফতি ইবাদত হোসেন ও আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবুল বাশার প্রমুখ।

বার্তাবাজার/এম আই