বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকান্ড, নারীদের প্রতি সহিংসতা, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর আক্রমণ, গণপরিবহনণে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও এবং সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ করেছে শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ।
বুধবার বিকেলে শ্রীপুর পাবলিক লাইব্রেরি চত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি কামরুল লায়লা জলি ।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী জোয়ার্দার রিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোছার পান্না খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তরা ‘বিএনপি-জামায়াত জোটের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান’।
বার্তা বাজার/জে আই