চাঁদাবাজির অপবাদ দিয়ে মো. মাসুদ রানা ও সুমন মোল্লা নামের দুই যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলণ করেছে ভুক্তভোগিরা। সম্মেলনে চাঁদাদাবির মামলাটি প্রত্যাহারের দাবিও জানানো হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ৩টার দিকে গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তেভোগী সুমন মোল্লা জানান, গত শনিবার রাতে তাঁর মিটার থেকে চুরি করে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুরে পানি দিচ্ছিলেন মুনছুর রহমান। চুরির অপবাদ ঢাকতে উল্টো চাঁদাবাজির মিথ্যা মামলার দিয়ে তাদের হয়রানী করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ভুক্তোভোগী সুমন মোল্লা ছাড়াও মাসুদ রানা,মীর শফিকুল ইসলাম, মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভুক্তোভোগী মাসুদ রানা বলেন, মুনছুর রহমান মিথ্যা, মানহানীকর তথ্য দিয়ে থানায় অভিযোগ দিয়েছেন। সেখানে বলা হয়েছে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজী করা হয়েছে। যেটা সম্পূর্ণ মিথ্যা। সংবাদ সম্মেলনে ওই মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাত ১২ টার দিকে মাছচাষী মুনসুর আলীর পুকুরে গিয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির করেন অভিযুক্তরা। এঘটনায় সোমবার থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন ওই মাছচাষী। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। মূলত তারই প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন অভিযুক্তরা।

বার্তাবাজার/এম আই