কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, সোমবার (৬ নভেম্বর) রাতে মিয়ানমারের একটি মাদকের চালান পৌরসভার নাইট্যং পাড়ার বরফ কল এলাকা দিয়ে বাংলাদেশে পাচার হতে পারে, এমন সংবাদের ভিত্তিতে কেওড়া বাগানের ধারে কৌশলগত অবস্থান নেয় বিজিবি। এসময় সন্দেহজনক দুইজন ব্যক্তি কেওড়া বাগানের ভিতর দিয়ে আসার সময় বিজিবির ধাওয়ার মুখে একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে প্লাস্টিকের পোটলাটি উদ্ধার করে তার ভেতর থেকে ২কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

অপরদিকে, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া আলী আকবরের ঘের নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এসময় কালো পলিথিনে মোড়ানো ৩টি প্যাকেট ভর্তি ২ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদক ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি’র এই কর্মকর্তা।

বার্তা বাজার/জে আই