ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রতিটি বাজারের নৈশ প্রহরীদের মাঝে নিরাপত্তা উপকরণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের।

এরই ধারাবাহিকতায় সোমবার (৬ নভেম্বর) সকালে থানা প্রাঙ্গণে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারের নৈশ প্রহরীদের মাঝে এসব নিরাপত্তা উপকরণ সামগ্রী তুলে দেন তিনি।

এসব নিরাপত্তা উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে, রিফ্লেক্টিং জ্যাকেট, ক্যাপ, ফিতা, বাঁশি, লাঠি ইত্যাদি।

এসব বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল প্রমুখ।

নিরাপত্তা উপকরণ সামগ্রী পেয়ে জাটিগ্রাম বাজারের নৈশ প্রহরী তাজেল শেখ জানান, ‘আমাদের ডিউটি পালনে এসব উপকরণ সামগ্রী খুবই প্রয়োজন ছিলো। কিন্তু এরআগে কেউ আমাদের এসব নিরাপত্তা উপকরণ সামগ্রী দেয়নি। এই প্রথম আলফাডাঙ্গা থানার ওসি আমাদের এসব সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন।’

লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তাজমিনউর রহমান তুহিন বলেন, ‘নৈশ প্রহরীদের দায়িত্ব পালনকালে তাদের সহজেই চিনতে এসকল উপকরণ সামগ্রী ব্যাপক ভূমিকা পালন করবে। আলফাডাঙ্গা থানার ওসির এমন উদ্যোগকে স্বাগত জানাই।’

এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বার্তা বাজার’কে জানান, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, ডাকাতি রোধকল্পে নৈশ প্রহরীদেরকে এসব নিরাপত্তা উপকরণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

বার্তাবাজার/এম আই